Home রাজনীতি সকল শ্রমজীবীদের ন্যূনতম মজুরি ২৫ হাজার দাবি

সকল শ্রমজীবীদের ন্যূনতম মজুরি ২৫ হাজার দাবি

54

স্টাফ রিপোটার : সকল পর্যায়ের শ্রমজীবী মানুষের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবিতে রাজধানীতে র‍্যালি ও সমাবেশ করেছে শ্রমিক অধিকার পরিষদ।
সোমবার(১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকাল সাড়ে দশটায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শ্রমিকদের বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন, প্লেকার্ডসহ শ্রমিক র‍্যালিটি বিজয়নগর-কাকরাইল হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ( জেএসডি) আ.স.ম আব্দুর রব, বিপ্লবী ওয়ার্কাস পাটির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।
সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)’র প্রধান সমন্বয়ক এ এ এম ফয়েজ হোসেন, নির্বাহী সমন্বয়ক আব্দুর রহমান।

এসম বক্তারা বলেন, এবারের মে দিবসে আমাদের মূল দাবি হলো রাষ্ট্রীয় নীতিনির্ধারণী সকল পর্যায়ে শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, এছাড়া ২৫ হাজার টাকা ন্যূনতম জাতীয় মজুরি চালু করা।

একই সঙ্গে সকল শ্রমজীবী মানুষের জন্য কর্মসংস্থান, খাদ্য, চিকিৎসা ও আবাসন নিশ্চিতকরণ এবং সন্ত্রাস, দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করা।

বক্তারা আরো বলেন, সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান কর্তৃক প্রস্তাবিত “অত্যাবশ্যক পরিষেবা আইন ২০২৩” শ্রমিক কর্মচারীদের দমন-পীড়নের আইন বলে মনে হচ্ছে । তাই অনতিবিলম্বে সংসদে প্রস্তাবিত বিল প্রত্যাহার করতে হবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, সম্মিলিত শ্রমিক পরিষদ এর সমন্বয় মোশারেফ হোসেন মন্টু, হারুন অর রশিদ, সোহেল শিকদার, মোঃ বাচ্চু মিয়া, এইচ এম এরশাদ, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, সাখাওয়াত হোসেন দুলাল, নূর আহমদ সেলিম, জান্নাতুল ফেরদৌস, মাঈন উদ্দিন আহমেদ, মাওলানা ওমর ফারুক, আব্দুল জব্বার, শাহাবুদ্দিন সোহাগ, রাশেদুল ইসলাম প্রমূখ।