Home জাতীয় আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস

আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস

10

ডেস্ক রিপোর্ট: আজ ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী প্রদান করেছেন ।
১৯৬২ সালের ১৫ মার্চ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এপ. কেনেডি কংগ্রেসে ভোক্তাদের স্বার্থ রক্ষার বিষয় বক্তব্য দেন। তিনি নিরাপত্তার অধিকার, তথ্যপ্রাপ্তির অধিকার, পছন্দের অধিকার এবং অভিযোগ প্রদানের অধিকার এ চারটি মৌলিক অধিকার সম্পর্কে আলোকপাত করেন। যা পরবর্তীতে ভোক্তা অধিকার আইন নামে পরিচিত পায়।
১৯৮৫ সালে জাতিসংঘ ভোক্তা অধিকার রক্ষার নীতিমালায় কেনডি বর্ণিত চারটি মৌলিক অধিকারকে বিস্তৃত করে আরও আটটি মৌলিক অধিকার সংযুক্ত করা হয়। এরপর থেকেই কনজুমার্স ইন্টারন্যাশনাল এ সকল অধিকারকে সনদে অন্তর্ভূক্ত করে । কেনডি’র ভাষণের দিনটি স্মরণীয় করে রাখতে ১৫ মার্চকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস হিসেবে বৈশ্বিকভাবে উদযাপন করে আসছে।
বিশিষ্ট পরিবেশবাদী মালয়েশিয়ার আনোয়ার ফজল এ দিবসটি পালনের রূপকার হিসেবে পরিচিত।১৯৮৩ সালের ১৫ মার্চ ভোক্তা সংগঠনগুলোর মাধ্যমে বৈশ্বিকভাবে উদযাপনের আহবান জানান।