Home সারাদেশ শেরপুরে অবৈধ সার রাখার দায়ে ১০হাজার টাকা জরিমানা।

শেরপুরে অবৈধ সার রাখার দায়ে ১০হাজার টাকা জরিমানা।

51

আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জংগলদি বড় বাজার এলাকায় লাইসেন্সবিহীন অবৈধভাবে সার বিক্রয় ও মজুদের অপরাধে একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা শেরপুর সদর উপজেলা কৃষি অফিসার। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার, অবৈধ সার রাখার দায়ী আসামীর দোকান থেকে উদ্ধারকৃত ইউরিয়া ও নন-ইউরিয়া মোট ৭৮ বস্তা সার স্থানীয় অনুমোদিত খুচরা ডিলারের মাধ্যমে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা হয়। কৃষকদেরকে শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, শেরপুর সদরবাসী, এই উপজেলায় সারের কোন ধরণের সঙ্কট নেই। কোন গুজবে কান দেবেননা। অধিক মূল্যে অবৈধ দোকান থেকে সার ক্রয় করবেন না। সার ক্রয়ের জন্য আপনার নিকটস্থ অনুমোদিত ডিলারের কাছে যান। ডিলারের দোকানে টাঙানো মূল্য তালিকা দেখে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার ক্রয় করুন। অনুমোদিত ডিলারের কাছে সার না পেলে উপজেলা নির্বাহী অফিসার অথবা উপজেলা কৃষি অফিসারকে জানান। তাৎক্ষণিকভাবে আপনাদের কাছে সার পৌছানোর ব্যবস্থা করা হবে। নিজে সচেতন হোন, অবৈধ ব্যবসায়ীদের অপতৎপরতা রুখে দিন।