Home সাহিত্য ও বিনোদন গাজী মাজহারুল আনোয়ার স্মরণে অসাধারণ গান লিখলেন সাংবাদিক আজাদী

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে অসাধারণ গান লিখলেন সাংবাদিক আজাদী

51

হাজার বছরেও হয়না একজন
গাজী মাজহারুল আনোয়ার
তোমার সৃষ্টি তোমায় করেছে অমর
গাজী মাজহারুল আনোয়ার,
অনন্তকাল বাংলা সিনেমা গানে
বাঙালি হৃদয়ে রবে
আলো বাতাসে মিশে নাম যাঁর।।

কত গান লেখা যায় এক জীবনে
কত সুর তোলা যায় এক জীবনে
যত গান লিখেছো
যত সুর তুলেছো
রবে যুগ- যুগান্তর।।

কিংবদন্তির কোনো মৃত্যু নেই
কীর্তিমানের কোনো মৃত্যু নেই
কে বলেছে চলে গেছো
তুমি ছিলে তুমি আছো
থাকবে নিরন্তর।।

Journalist Azadi wrote a wonderful song in memory of Gazi Mazharul Anwar

Not even one in a thousand years
Gazi Mazharul Anwar
Your creation made you immortal
Ghazi Mazharul Anwa
Eternity in Bengali movie song
Bengali in the heart
Whose name is the light in the air.

How many songs can be written in one life
How many tunes can be played in one life
As many songs as you have written
As many tunes as you pick up
Will remain era-epochal

Legends never die
Kirtiman has no death
Who said you left?
you were you are
Will be constant.