Home শিক্ষা ও ক্যাম্পাস বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি নতুন নেতৃত্বে কায়েস-সাগর

বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি নতুন নেতৃত্বে কায়েস-সাগর

46

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বশেমুরবিপ্রবিসাস) সাত সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সভাপতি পদে দৈনিক দেশ রুপান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাফিউল কায়েস ও সাধারণ সম্পাদক পদে বার্তা বাজার ডটকম পোর্টালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাগর দে মনোনীত হয়েছেন।

সাত সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন নাজমুল, অর্থ সম্পাদক এন্টূ তালুকদার, দপ্তর সম্পাদক আশিক চৌধুরী । এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে সোয়াইবুল ইসলাম সিজল ও এলন ধ্রুব পান্ডে।

উক্ত কার্যনির্বাহী কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন- ড.মো বশির উদ্দিন, (সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ), সোলাইমান হোসেন (সহকারী অধ্যাপক, একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ), মো. এমদাদুল হক, (সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), মো. রাজীব হোসেন, (সহকারী অধ্যাপক, পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ), ইমদাদুল হক শরীফ (প্রভাষক, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ), ইস্তাদুজ্জামান জনি(প্রভাষক, ফুড এন্ড এগ্রোপ্রসেসিং ইন্জিনিয়ারিং বিভাগ) এবং মো. রেজোয়ান হোসেন (প্রতিষ্ঠাতা, বশেমুরবিপ্রবিসাস)।

বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি শাফিউল কায়েস বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠাতার সাথে পালন করার চেষ্টা করবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ নতুন কার্যনির্বাহী কমিটির জন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

এ বিষয়ে সধারণ সম্পাদক সাগর দে বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। আমাদের লেখনীর মাধ্যমে তথ্যবহুল সংবাদ প্রচারে সর্বোচ্চ চেষ্টা অব্যহত থাকবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সাংবাদিক সমিতির সামনের দিকে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।