Home সাহিত্য ও বিনোদন ৮ ডিসেম্বর ‘১৯তম এশীয় চারুকলা প্রদর্শনী- ২০২২’ অনুষ্ঠিত হবে

৮ ডিসেম্বর ‘১৯তম এশীয় চারুকলা প্রদর্শনী- ২০২২’ অনুষ্ঠিত হবে

29

স্টাফ রিপোটার: আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এশিয়ার বৃহৎ আয়োজন ‘১৯তম এশীয় চারুকলা প্রদর্শনী- ২০২২’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে ৬ ডিসেম্বর বিকাল ৩ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উৎসবের বিস্তারিত তুলে ধরেন। এছাড়া প্রদর্শনীর জুরিবোর্ডের সদস্যরা আয়োজন নিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

জুরি বোর্ডের সদস্যরা হলেন Mr. Jaroslaw Piotr Suchan (POLAND), Ms. Iwona Maria Anna Blazwick (UK), Mr. Jagath Weerasinghe (SRI LANKA), Ms. Nurseren Tor (TURKEY). জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন বরেণ্য শিল্পী রফিকুন নবী (বাংলাদেশ)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহম্মদ, পরিচালক সৈয়দা মাহবুবা করিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিষ্ঠিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিগত ৪০ বছর ধরে এশিয়ার সর্ববৃহৎ শিল্পযজ্ঞ এশিয়ান আর্ট বিয়েনাল আয়োজন করে আসছে। আয়োজনে বাংলাদেশসহ ১১৪টি দেশ অংশ গ্রহণ করেছে।

আগামী ৮ ডিসেম্বর সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় নাট্যশালা মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রদর্শনী উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।