Home রাজনীতি শেখ হাসিনার নেতৃত্বে বৃহত্তর জোট গঠন করতে হবে: আজাদ

শেখ হাসিনার নেতৃত্বে বৃহত্তর জোট গঠন করতে হবে: আজাদ

26

ডেস্ক রিপোর্ট: ২১শে অক্টোবর’ শনিবার বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত বিএনএফ’র জাতীয় প্রতিনিধি সম্মেলনে বিএনএফ’র প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ উপরোক্ত কথা বলেন।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত সকল পর্যায়ের নেতাকর্মীদের দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণে আহবান জানিয়ে বিএনএফ’র প্রেসিডেন্ট বলেন, নির্বাচনের সিডিউল ঘোষণার পূর্বে–১) নির্বাচন কমিশন’কে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাজনৈতিক দল সমূহকে অবহিত করতে হবে, ২) সংসদ সদস্য প্রার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ৩) নির্বাচন সংশ্লিষ্ট সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ৪) সকল দলের সমঅধিকার ও সমমর্যাদা নিশ্চিত করতে হবে, ৫) অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবার লক্ষ্যে কমিশন’কে নির্বাচনি প্রচার-প্রচারণার উদ্যোগ গ্রহণ করতে হবে।

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বিএনএফ’র সেক্রেটারি জেনারেল ড. মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০২৩ এ সভাপতিত্ব করেন। সভায় আরো বক্তব্য রাখেন বিএনএফ’র ভাইস চেয়ারম্যান এ, ওয়াই, এম, কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ সুলতানা আহমেদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস, এম, ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মোঃ শফিউল্লাহ চৌধুরী আন্দোলন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জেন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহবুব হাসান আজাদ, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সজীব কায়সার মিথুন, কেন্দ্রীয় নেতা মাওলানা মোহাম্মদ ইউসুফ, মো: মোশাহিদ খান, ডা: মো: সবুজ আলী, মো: মমিনুল ইসলাম, মো: মাহফুজুর রহমান, কাজী মোয়াতাসিম বিল্লাহ রিফাত, আবু সালেহ মুছা, মো: এনামুল হক, এস এম সোহাগ, মো: আব্দুল্লাহ আল নোমান, মো: শহিদুল ইসলাম প্রমুখ।