Home রাজনীতি শহীদ শাহজাহান সিরাজকে স্মরণ ও তার প্রতিকৃতিতে জাসদের শ্রদ্ধা ।

শহীদ শাহজাহান সিরাজকে স্মরণ ও তার প্রতিকৃতিতে জাসদের শ্রদ্ধা ।

25

স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আজ ২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার বিকাল ৪টায় কর্নেল তাহের মিলনায়তনে ছাত্র-শ্রমিক সংহতি দিবস’ উপলক্ষ্যে শহীদ শাহজাহান সিরাজকে স্মরণ ও তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে। সংক্ষিপ্ত এ স্মরণ ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোহসীন, শ্রমিক জোট সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, ছাত্রলীগ(ননী-মাসুদ) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী।

এখানে উল্লেখ্য, ১৯৮৪ সালের ২২-২৩ ডিসেম্বর শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ আহুত এবং তৎকালীন ১৫ দল, ৭ দল, ছাত্রসংগ্রাম পরিষদ, ১৭ টি কৃষক ও ক্ষেতমজুর সংগঠন, সম্মিলিত আইনজীবী পরিষদ সমর্থিত দেশব্যাপী ৪৮ ঘন্টার শ্রমিক ধর্মঘটের ১ম দিনে ২২ ডিসেম্বর সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে রেল চলাচল বন্ধে পিকেটিং করার সময় তৎকালীন বিডিআর বাহিনীর লক্ষ্যভেদী গুলিবর্ষণে জাসদ সমর্থিত ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির তৎকালীন সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ নিহত হন। শাহজাহান সিরাজ নিহত হবার খবর প্রচারিত হলে দেশের সকল শিল্পাঞ্চল ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে এরশাদ সামরিক জান্তার বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-পেশাজীবী- জনতা বিক্ষোভে ফেটে পড়ে। শ্রমিক আন্দোলনের সমর্থনে একজন ছাত্রনেতার আত্মবলিদান ছাত্র ও শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এই ঐতিহাসিক নজিরবিহীন ঘটনার স্মরনে দেশের প্রগতিশীল ছাত্র, শ্রমিক, রাজনৈতিক সংগঠনসমূহ ১৯৮৫ সাল থেকে শহীদ ছাত্রনেতা শাহজাহান সিরাজের আত্মবলিদান দিবস ২২ ডিসেম্বর ছাত্র-শ্রমিক সংহতি দিবস হিসাবে পালন করে আসছে।