Home রাজনীতি ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন যুব ইউনিয়ন

৭ জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন যুব ইউনিয়ন

19

স্টাফ রিপোটার: আজ ২২ জানুয়ারি ২০২৩, শুক্রবার দিবনব্যাপী যুব আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির চতুর্থ সভা রাজধানীর পুরান পল্টনের মুক্তিভবনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি খান আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নুর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় শোক প্রস্তাব উত্থাপন করেন সভাপতিমন্ডীর সদস্য ত্রিদিব সাহা। এ সময়ে যারা প্রয়াত হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এছাড়া সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপন করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ম.ইব্রাহিম ও অর্থ রিপোর্ট উত্থাপন করেন সংগঠনের কোষাধ্যক্ষ ইরান মোল্লা।
সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট, সাংগঠনিক সম্পাদকের রিপোর্ট, অর্থ রিপোর্ট, জাতীয় ও আন্তর্জাতিকসহ নানা বিষয়ে পর্যালোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন বিভিন্ন জেলা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বর্তমান সময়ে চলমান দুর্নীতি-অর্থপাচার-দুঃশাসনের বিরুদ্ধে এবং বেকার যুবদের কর্মসংস্থানের দাবির পাশাপাশি স্বৈরাচারী সরকারের ৭ জানুয়ারির পাতানো নির্বাচন বর্জনের আহবান করেন।