Home খেলা ফুলতলায় ৫০তম শীতকালীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ফুলতলায় ৫০তম শীতকালীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

38

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ ফুলতলায় ৫০তম শীতকালীণ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা- ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকাল ১১ টায় উপজেলার ডাবুর মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, ক্রীড়া সংস্থা ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জামিরা বাজার আসমোতিয়া কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গাজী মারুফুল কবির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, সাধারণ সম্পাদক বিমান চন্দ্র নন্দী, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, ফুলতলা রি-ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, খাদ্য পরিদর্শক পল্লব কুমার ঘোষ, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, উপ-সহকারী পরিচালক (বীজ) মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। উদ্বোধনী দিনে উপজেলার ৯ টি স্কুল মাদ্রসার মধ্যে অনুষ্ঠিত ক্রিকেট খেলার ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দিতা করে দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয় একাদশ ও গাড়াখোলা দাখিল মাদ্রাসা একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে গাড়াখোলা দাখিল মাদ্রাসা একাদশ নির্ধারিত ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে। পরবর্তীতে আলোর স্বল্পতার কারণে সম্পূর্ণ খেলা অনুষ্ঠিত না হওয়ায় উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষনা করা হয়। আজ রবিবার একই স্থানে এ্যাথলেটিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।