Home সারাদেশ গভীর সমুদ্রে ডুবিয়ে দেয়া ট্রলার উদ্ধার

গভীর সমুদ্রে ডুবিয়ে দেয়া ট্রলার উদ্ধার

33

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে ডাকাতির সময় জলদস্যুরা ডুবিয়ে দেয় এফবি ভাই ভাই নামের একটি মাছ ধরা ট্রলার। শনিবার দুপুরে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পেয়ে অন্য একটি ট্রলার নিয়ে জেলেরা গভীর সমুদ্রে গিয়ে এটিকে উদ্ধার করে। কুয়াকাটা থেকে ৬০ নটিক্যাল মাইল দুরে সোনারচর ছয়বাম এলাকায় বৃহস্পতিবার রাতে অন্ততঃ ২৬ টি ট্রলারে গন ডাকাতির ঘটনা ঘটেছে। ঘন্টাব্যাপী তান্ডবের সময় এফবি ভাই ভাই নামে একটি ট্রলার ডুবিয়ে দিয়েছে ডাকাতদল। তবে ডুবে যাওয়া ট্রলারটি শেষ বিকালে আড়ৎ ঘাটের ডকইয়াডে নিয়ে এসেছে বলে উদ্ধকারিদের বরাদদিয়ে মহিপুর প্রেসক্লাব সভাপতি মো.মনিরুল ইসলাম জানিয়েছেন।
এফবি ভাই ভাই ট্রলারের মালিক মো.শফিক মিয়া জানান, ইলিশ লুট করতে বাঁধা দেয়ায় ডাকাতদল তার ট্রলারটি ডুবিয়ে দিয়েছে।
মহিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা বলেন, যে সব ট্রলার ডাকাতি হয়েছে এর মধ্যে ৭টি ট্রলার মহিপুরের। এছাড়া বাকি ট্রলারগুলো বিভিন্ন এলাকার। তবে ডুবিয়ে দেয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে।
নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেণ্ট কমান্ডার মো.আরিফ জানান, ডুবিয়ে দেয়া ট্রলারের জেলেদের উদ্ধার করা হয়েছে। এছাড়া সাগরে কোষ্ট গার্ডের টহল বাড়ানো হয়েছে।