Home জাতীয় নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া আটকের দেড় ঘন্টা পর জামিন

নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এহিয়া আটকের দেড় ঘন্টা পর জামিন

48

বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বাশিরুর রহমান খান চৌধুরী (এহিয়া)কে পুলিশ আটক করার দেড় ঘণ্টার মধ্যেই জামিন দিয়েছে আদালত। আজ শনিবার বিকেলে তাকে তার শহরের বাসা থেকে আটক করে নাটোর আদালতে নিয়ে যাওয়া হয়। এদিকে আদালতে তোলা হলে আদালত তাকে জামিন দিয়েছে বলে জানা গেছে।

নাটোর সদর থানার ওসি (তদন্ত ) আব্দুল মতিন বলেন ঢাকার ৪টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে । সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে আটক করে আদালতে পাঠানো হয়।

নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী (এহিয়া)কে ০৪ টি মামলায় (০১। সিআর ৮৯১/১৯, রমনা থানা, ঢাকা। ০২) সিআর ২৭০০/১৮ মতিঝিল থানা, ঢাকা। ০৩) সিআর ২৭০১/১৮ মতিঝিল থানা, ঢাকা। সিআর ২৮৯৯/১৮ মতিঝিল থানা, ঢাকা) আটক করা হয়েছিলো।

এদিকে জামিন হওয়ার বিষয়টি কোর্টের এক্তিয়ার বলে জানিয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান আমরা ওয়ারেন্ট এর ভিত্তিতে তাকে আটক করে আদালতে সোপর্দ করেছি। এ বিষয়ে আদালত তার ব্যবস্থা নেবেন। এদিকে আদালতের একটি সূত্র নিশ্চিত করেছেন তার জামিনের বিষয়টি।