Home জাতীয় মেহেন্দিগঞ্জ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন।

মেহেন্দিগঞ্জ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন।

68

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা উলানিয়া বাজারে স্বর্ণ ব্যবসায়ী ও পুজা উদযাপন পরিষদের সদস্য সঞ্জিত দেবনাথ’র উপর হামলার প্রতিবাদে মেহেন্দিগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদ, মেহেন্দিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু মহাসংঘ ও বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের উদ্যোগে বুধবার সকালে পাতারহাট বন্দরের তেমুহনী চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, এ দেশ আমার, এ দেশ আমাদের। ভয় দেখিয়ে লাভ হবে না, আমরা মাতৃভূমি ছাড়বো না। উলানিয়া, সলদি, নয়াখালী ও পানবাড়িয়া গ্রামে হিন্দু পরিবারের উপর হামলা, মন্দির-ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, চাঁদাবাজী ও স্বর্ণ ব্যবসায়ী সঞ্জিত দেবনাথ’র উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে উপস্থিত হয়ে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বে ক্ষুদা, দারিদ্রমুক্ত অসম্প্রাদায়িক উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহবান জানান। এসময় আরো বলেন, স্বর্ণ ব্যবসায়ী সঞ্জিতের উপর হামলাকারীদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে, খুব শীঘ্রই পুলিশ দোষীদের গ্রেফতার করবে বলে সকলকে আশ্বস্ত করেণ তিনি। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ চন্দ্র নাথ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাদল কৃষ্ণ পাল, সহ-সভাপতি বাদল চন্দ্র রায় ঝন্টু, সহ-সভাপতি শিক্ষক শংকর চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক খগেন চন্দ্র মল্লিক, অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল চন্দ্র দেবনাথ, ডাঃ নিমাই চন্দ্র, অখিল দেবনাথ, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মনোজ দেবনাথ, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যাপক দীলিপ কর্মকার, পুজা উদযাপন পরিষদের সদস্য সাংবাদিক সঞ্জয় দেবনাথ, সঞ্জয় কুমার গুহ, বাংলাদেশ হিন্দু মহাসংঘের সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র মাঝি সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও মেহেন্দিগঞ্জ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।