Home সারাদেশ উজিরপুরে ইউপি সদস্যের উপর হামলা, অচেতন অবস্থায় খাল থেকে উদ্ধার

উজিরপুরে ইউপি সদস্যের উপর হামলা, অচেতন অবস্থায় খাল থেকে উদ্ধার

31

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরের শোলক ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কবির টুলু(৪৪) এর উপর অতর্কিত হামলা চালিয়ে অচেতন অবস্থায় খালে ফেলে দেয় সন্ত্রাসীরা। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ইউপি সদস্যের স্ত্রী সাদিয়া আফরিন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য, জিনের বাদশা নামে খ্যাত তানভীর হোসেন ফারুক(৩৫)এর সাথে বর্তমান সদস্য টুলুর গত ৩০ জুলাই বাকবিতন্ডা হয়। এর সূত্র ধরে ১ আগষ্ট সোমবার টুলু বরিশাল থেকে বাসার উদ্দেশ্যে ফেরার পথে ধামুরা দক্ষিণপাড় টিপু মৃধার বাড়ির সামনে আসামাত্র পূর্ব পরিকল্পিত ভাবে তানভীর হোসেন ফারুকের নেতৃত্বে তার ভাই লিটন হাওলাদার, মনির হাওলাদার, মোশারেফ হাওলাদার এবং প্রফুল্ল হালদারের ছেলে হৃদয় হালদারসহ ৫/৬ জন মিলে রাত সাড়ে ১০টায় টুলুর মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাথাড়ি পিটিয়ে তাকে সংজ্ঞাহীন করে পাশের খালে ফেলে দেয়। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। উল্লেখ্য, গত ৩০ জুলাই সরকার ঘোষিত ১০টাকা মূল্যের চালের কার্ড অনলাইন করতে গিয়ে সাবেক ইউপি সদস্য ফারুকের একই পরিবারের ৮টি কার্ড ধরা পড়লে এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এর সূত্র ধরে এ হামলা ঘটতে পারে বলে স্থানীয়রা জানায়। স্থানীয়রা আরো জানায়, তানভীর হোসেন ফারুকের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে স্বর্ণ আত্মসাৎ, ইয়াবা, গাঁজা, গভীর নলকূপের কথা বলে টাকা আত্মসাৎসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা চলমান। এরমধ্যে বাবুগঞ্জ থানায় ২০১৬ সালে জি,আর ৬৭, মাদারীপুর কালকিনি থানায় ২০২১ সালে জি,আর ১৬৪, গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ২০১৮ সালে মামলা নং ২১-১৮, শরিয়তপুরের নড়িয়া থানায় ২০১৭ সালে মামলা নং ৩/১৮৪, উজিরপুর থানায় ২০২১ সালে জি,আর ৬৫, মামলা নং ১৩/১৩, ২০১১ সালের মামলা নং ৪১, ২০১১ সালে মামলা নং-৪১, ২০১২ সালে মামলা নং-০১, একই সালে মামলা নং-৩৪, ১৭, ১০, ২০১৫ সালে মামলা নং-০২সহ ১৫টি মামলা চলমান রয়েছে। বহুবার পুলিশ, ডিবি ও র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে কারাভোগ করেছেন। তানভীর হোসেন ফারুক শোলক ইউনিয়নের আঃ কাদের হাওলাদারের ছেলে। সে ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য তানভীর হোসেন ফারুক জানান, তাকে লাঠি দিয়ে একটি বাড়ি মেরে ঘাটলায় ফেলে দিয়েছি। মডেল থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ, ওসি তদন্ত মোঃ মোমিন উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে তানভীর হোসেন ফারুকের বিরুদ্ধে উজিরপুরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।