Home জাতীয় ঢাকায় ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ

ঢাকায় ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ

37

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ২৪ মে বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, প্রতিবছর বাজেট আসে বাজেট যায়। বড়লোক আরো বড়লোক হয়, গরিব আরোও গরিব হয়। করোনাকালীন সময়ে সরকারের যখন গ্রামীণ মজুরসহ ‘দিন এনে দিন খাওয়া’ মানুষদের জন্য বেশী বরাদ্দ করে তাঁদের ঘরে খাবার, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করার কথা ছিল তখন দেখা গেছে সরকারের লোকজন এসব মানুষের জন্য সরকারি যৎসামান্য বরাদ্দ লুটেপুটে নিয়েছে। বাজেটে গরিব মানুষের জন্য রেশন, ‘১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি’ চালু ও ন্যায্য মজুরি, বয়ষ্কদের পেনশন, বিধবা-প্রতিবন্ধি-স্বামী নিগৃহীতাদের ভাতার পরিমান বৃদ্ধি, বিনামূল্যে চিকিৎসা, ক্ষেতমজুরদের সন্তানদের শিক্ষা ও কাজের ব্যবস্থা নিশ্চিত করার জন্য পৃথক বরাদ্দ রাখার দাবি জানান।
ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীণ সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি জননেতা মুজাহিদুল ইসলাম সেলিম, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা, সহ সাধারণ সম্পাদক অর্ণব সরকার বাপ্পী, কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, সুখেন্দু সূত্রধর, টিইউসি নেতা মেহেদী হাসান নোবেল। সমাবেশ পরিচালনা করেন নির্বাহী কমিটির সদস্য মোতালেব হোসেন।