Home শিক্ষা ও ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত

103

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ৩৫জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন ২৪ মে মঙ্গলবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(এল) এবং (৩) অনুযায়ী মাননীয় উপাচার্যের প্রতিনিধি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এই নির্বাচন পরিচালনা করেন। সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
নির্বাচিত শিক্ষকবৃন্দ হলেন: অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, অধ্যাপক ড. ইসতিয়াক মঈন সৈয়দ, অধ্যাপক ড. আবু জাফর মো. শফিউল আলম ভূইয়া, অধ্যাপক ড. লাফিফা জামাল, অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান, অধ্যাপক ড. আবদুল বাছির, অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মিহির লাল সাহা, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেন, অধ্যাপক ড. সীমা জামান, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, অধ্যাপক নিসার হোসেন, অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ ফিরোজ জামান, অধ্যাপক ড. তৌহিদা রশিদ, সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, অধ্যাপক ড কে এম সাইফুল ইসলাম খান, অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক ড মো. আব্দুর রহিম, অধ্যাপক ড. ফিরোজা ইয়াসমীন, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।