Home জাতীয় মিরপুরে গ্যাস লিকেজ দুর্ঘটনায় দগ্ধ ৩ জনের মৃত্যু

মিরপুরে গ্যাস লিকেজ দুর্ঘটনায় দগ্ধ ৩ জনের মৃত্যু

29

ডেস্ক রিপোর্ট: মিরপুরে গ্যাস লিকেজ দুর্ঘটনায় দগ্ধ ৩ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার ২৭ আগস্ট সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের দ্বায়িত্বরত চিকিঃসক বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর মিরপুর-১১ নম্বরের সি ব্লকে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৭ জনের ৪ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে রয়েছেন। বাকি তিন জন এইচডিইউতে চিকিৎসাধীন।

জানাগেছে, দগ্ধদের মধ্যে শফিকুল ইসলামের (৩৫) শরীরের ৮৫ শতাংশ, সুমনের (৪০) ৪৫ শতাংশ, রওশন আরার (৭০) ৮৫ শতাংশ, রিনার (৫০) ৭০ শতাংশ, নওশীনের (৫) ১৫ শতাংশ, নাজনীনের (২৫) ২৭ শতাংশ এবং রেনুর (৩৫) শরীরের ৩৮ শতাংশ পুড়ে গেছে। প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। সবারই শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

বুধবার দিবাগত রাত একটার দিকে মিরপুর ১১ নম্বরে ৬তলা ভবনের নিচ তলায় গ্যাস লাইন মেরামতের সময় আগুন জ্বালিয়ে চুলা পরীক্ষার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে বলে জানান ভবনের মালিক রফিকুল ইসলাম। বিস্ফোরণে মুহূর্তেই ৭ জন দগ্ধ হন।