Home সারাদেশ বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন গোলাম ফারুক

বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন গোলাম ফারুক

29

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও উপজেলা পরিষদের চার বারের জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক হাজারো নেতা-কর্মী ও সমর্থকদের উষ্ণ অর্ভ্যথনা এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। ২১ নভেম্বর সোমবার বেলা ১১টায় তাকে বরিশাল-বানারীপাড়া সড়কের উজিরপুর উপজেলার গুঠিয়া ব্রিজ এলাকা থেকে সহস্রাধিক মটরসাইকেল শোভাযাত্রা সহকারে নেতা-কর্মী ও সমর্থকরা বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বরণ করে নিয়ে আসেন। সেখানে আবেগআপ্লুত নেতা-কর্মীরা তাকেসহ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে সংবর্ধনা দেন। এসময় আনন্দ অশ্রুসিক্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক তার আবেগঘন বক্তৃতায় তাকে দলের সভাপতি নির্বাচিত করায় মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপিসহ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এসময় দলকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও শক্তিশালী রূপে গড়ে তুলতে সবার কাছে সহযোগিতা কামনা করেন। তিনি ছাড়াও এসময় উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা ও যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরেবাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু, যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম মিঠু হাজারী,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সহ-সভাপতি খিজির সরদার ও আক্তার হোসেন মোল্লা,যুগ্ম সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও অধ্যাপক আশরাফুল হাসান সুমন,সাংগঠনিক সম্পাদক মামুন-উর-রশিদ স্বপন,জাকির হোসেন সরদার ও নুরুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী,আলহাজ¦ আওরঙ্গজেব হাওলাদার,শহিদুল ইসলাম,মাষ্টার সিদ্দিকুর রহমান,সাইফুল ইসলাম শান্ত ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা,সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু,আঃ মন্নান মৃধা, এসএম কালাম,শাহজাহান হাওলাদার ও ওমর ফারুক,বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন,আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল হাই,মাওলানা আব্দুল হাইয়ান, অ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ,জাকির হোসেন মোল্লা,সেলিম বেপারী,সৈয়দ হুমায়ুন কবির লুলু,সেলিম সরদার,শামসুল আলম মল্লিক,আনিছুর রহমান মিলন,কামরুল হাসান সেলিম,হাফিজুর রহমান মামুন,ফারুকুজ্জামান, রফিকুল ইসলাম,লুৎফর রহমান পারভেজ,আবুল কালাম বালী,খায়রুল মাল,কাজী এনায়েত হোসেন ইনু,জাহাঙ্গির হোসেন দুলাল,গোলাম ফারুকের সহধর্মীনি জেসমিন ফারুক,ছেলে মোঃ ফারদীন,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লসক্র কায়েস ও সুমম রায় সুমন,প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন ও কেএম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনাজ আক্তার শাহিন ও নাজনিন হক মিনু,উপজেলা যুবলীগ নেতা মহসিন রেজা,শফিকুল ইসলাম জুলহাস,তপু খান,মশিউর রহমান সুমন,স্বপন মাঝি,জয়ন্ত হালদার,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা,যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান সোহাগ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুলতান সিকদার, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবিনা আক্তার,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল,সম্পাদক সজল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন,সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ৯টায় আলহাজ¦ গোলাম ফারুক বরিশালে আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সহধর্মীনি জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহানারা আব্দুল্লাহ ও পরে দুপুর ২টায় চাখারে উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম জাকিরের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ অর্পণ করেন। প্রসঙ্গত,এক দশক পরে গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আলহাজ¦ গোলাম ফারুক সভাপতি নির্বাচিত হন। তখন তিনি থাইল্যান্ডে চিকিৎসাধিন ছিলেন। সভাপতি নির্বাচিত হওয়ার পরে প্রথম বারের মত দলীয় নেতা-কমীরা তাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।