Home জাতীয় পঞ্চগড়ে লকডাউন বাস্তবায়নে আটোয়ারী থানা পুলিশের শোভাযাত্রা

পঞ্চগড়ে লকডাউন বাস্তবায়নে আটোয়ারী থানা পুলিশের শোভাযাত্রা

33

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে জেলার আটোয়ারী থানা পুলিশের ন্যায় দেশব্যাপী শুরু হওয়া কঠোর বিধি নিষেধ (২৩জুলাই-৫আগষ্ট) আরোপের প্রথম দিন পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীর নির্দেশক্রমে আটোয়ারী থানা পুলিশ মোটর সাইকেল শোভাযাত্রা বের করেছে। শুক্রবার (২৩ জুলাই) সকালে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন ও সাব ইনসপেক্টর দীপেন্দ্র নাথ সিংহের নেতৃত্বে থানা হতে মোটর সাইকেল শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আটোয়ারীর পল্লীবিদু্ৎ মোড়, কলেজ মোড় সহ বেশ কিছু হাটবাজারে সচেতনতা মূলক প্রচারনা শেষে থানায় এসে এই শোডান শেষ হয়।
বৈশি^ক মহামারি কোভিট-১৯ এর বিস্তার রোধে চলমান কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বাড়াতে আটোয়ারী থানা পুলিশ তাদের নিয়মিত কাজ-কর্মের বাইরেও মাঝে মধ্যে এমন শোভাযাত্রার আয়োজন করে থাকে। সম্প্রতি উপজেলায় করোনা সংক্রমন ও মৃত্যু বেড়ে যাওয়ায় উপজেলাবাসীকে বিধি নিষেধ পালনে উৎসাহিত করতেই মূলত: শোভাযাত্রার আয়োজন করে পুলিশ এমনটি জানান আটোয়ারী থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন।