Home জাতীয় রাষ্ট্রীয় মর্যাদায় কলারোয়ার মুক্তিযোদ্ধা মমতাজ আলীর দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় কলারোয়ার মুক্তিযোদ্ধা মমতাজ আলীর দাফন সম্পন্ন

62

এম নজরুল ইসলাম( তালা) সাতক্ষীরা প্রতিনিধি; রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী মোড়লের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১১ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়া জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে জামে মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা মমতাজ আলী মোড়লের দাফনের আগে সাতক্ষীরা সদর পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এ সময়( তালা কলারোয়া) সাতক্ষীরা- ১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, ৬ নম্বর সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ১২ নম্বর যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, থানা পুরনো পরিদর্শক সাব ইন্সপেক্টর এসআই জসিমউদদীন, সাব ইন্সপেক্টর এসআই সোহারব হোসেন, ইউপি সদস্য সাদ্দাম হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মরহুমের ছোট ছেলে আশরাফুল ইসলাম বলেন, বার্ধক্যজনিত ও এজমা রোগাক্রান্তে আজ ভোররাতে নিজ বাড়িতে মৃত্যু বরন করে। বেড়বাড়ি দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ ফারুক হোসেন জানাজা নামাজ পরিচালনা করেন। বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলী মোড়ল একই গ্রামের মৃত বাবর আলী মোড়লের ছেলে।
মুক্তিযোদ্ধা মমতাজ আলী মোড়ল স্ত্রী দুই ছেলে ও গুনাগ্রহী রেখে গেছেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর৷ তার মুক্তিযুদ্ধের গেজেট নম্বর ১০৪৩৷