Home সারাদেশ কলাপাড়ায় পাঁচ ইউনিয়নে নির্বাচন।। উত্তপ্ত হয়ে উঠেছে মাঠ

কলাপাড়ায় পাঁচ ইউনিয়নে নির্বাচন।। উত্তপ্ত হয়ে উঠেছে মাঠ

26

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: উত্তপ্ত হয়ে উঠেছে পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনী মাঠ। ভোটের দিন যতই এগিয়ে আসছে, জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা ততই বাড়ছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে প্রতিক বরাদ্দর পর পরই কোমর বেঁধে মাঠে নেমেছে প্রার্থীরা। হোটেল রেস্তোরা, চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনা। বিএনপি’র মনোনীত কোন প্রার্থী না থাকলেও আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা সুবিধাজনক স্থানে, এমনটি বলা যাচ্ছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তবে নৌকার প্রার্থীদের বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমনটাই বলেছেন অনেকে।
এদিকে রবিবার সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সমর্থিত নৌকা ও স্বতন্ত্র আনারস প্রতিকের সমর্থকদের মাঝে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় মিঠাগঞ্জ ইউনিয়নের মেলাপাড়ার আদর্শ গ্রামে নৌকা ও হাতপাখা মার্কার সমর্থকদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। তবে প্রশাসন সজাগ ও সচেষ্ট থাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলার ধানখালী, চম্পাপুর, মিঠাগঞ্জ, বালিয়াতলী ও ডালবুগঞ্জ ইউনিয়নে আগামী ১৬ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি প্রতিক বরাদ্ধের পর থেকেই নির্বাচনী প্রচারনায় মাঠে নেমেছেন প্রার্থীরা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আব্দুর রশিদ বলেন, শান্তিপূর্ণভাবেই ১৬ মার্চ উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ধরনের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।