Home সারাদেশ রাজশাহীর চন্দ্রিমা পুলিশের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজশাহীর চন্দ্রিমা পুলিশের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

21

পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীতে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টায় বোয়ালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো: জাহিদুল ইসলাম (২৭) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনীর বউ বাজারের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি জাহিদুল ইসলামের বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। জাহিদুলকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে চন্দ্রিমা থানা পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি জাহিদুল চন্দ্রিমা থানার প্রধান প্রকৌশলী পশ্চিমাঞ্চলের কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী’র সামনে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলমের নেতৃত্বে এসআই মো: মোস্তাক আহম্মেদ, এএসআই মো: আনোয়ার হোসেন ও তাঁদের টিম আজ দুপুর পৌনে ২ টায় অভিযান পরিচালনা করে উক্ত স্থান থেকে আসামি জাহিদুল ইসলামকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আরএমপি’র চন্দ্রিমা থানার এসআই মো: আসলাম হোসেন গত ২৩ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ আসামি জাহিদুল ইসলামকে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এসআই আসলাম আসামি জাহিদুল ইসলামের বিরুদ্ধে এজাহার দায়ের করলে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে চন্দ্রিমা থানার এসআই মো: রেজাউল করিম গত ২০২২ সালের ৩১ আগস্ট আসামি জাহিদুলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি জাহিদুল ইসলামকে ৬ মাসে সাজা প্রদান করেন।