Home জাতীয় ডিজিটাল নিরাপত্তা আইন সংবিধান পরিপন্থী–ছাত্র ইউনিয়ন

ডিজিটাল নিরাপত্তা আইন সংবিধান পরিপন্থী–ছাত্র ইউনিয়ন

51

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, গাইবান্ধার কমিউনিস্ট পার্টির নেতা সাদিকুল মাস্টারসহ ৭ (সাত) নেতার মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আজ (৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার শাহবাগ চত্বরে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় সমাবেশে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে, মিহির ঘোষের মুক্তির দাবি জানিয়ে বলেন, ‘ চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য কমরেড মিহির ঘোষেসহ গাইবান্ধার নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করা হয়। এই মামলা মূলত সরকারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কমিউনিস্টদের কণ্ঠরোধ করার অপচেষ্টা। গাইবান্ধার সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের অনিয়ম দুর্নীতিসহ মিহির ঘোষের মুক্তির দাবিতে আন্দোলনের মাধ্যমে প্রমান করেছেন হামলা মামলা করে কমিউনিস্টদের কণ্ঠরোধ করা যায় না, সাধারণ মানুষের স্বার্থ রক্ষার আন্দোলন থামানো যায় না।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কে এম মুত্তাকী, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রেজোয়ান হক মুক্ত, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক লাভলী হক, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নেতা কাজী রাকিবসহ প্রমুখ।