Home বাণিজ্য ও অর্থনীতি কলাপাড়া-কুয়াকাটা হবে বরিশাল বিভাগের উন্নয়নের রোল মডেল

কলাপাড়া-কুয়াকাটা হবে বরিশাল বিভাগের উন্নয়নের রোল মডেল

16

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ও ফ্রেস গ্রুপ অব কোম্পানি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি বলেছেন, বর্তমান সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন হলে বদলে যাবে এ অঞ্চলের চিত্র। গড়ে উঠবে নতুন নতুন শিল্পায়ন। নির্মাণ হবে রাস্তাঘাট, সেতু, কালভার্ট। বুধবার সকাল ১১ টায় পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অবস্থিত অভিজাত হোটেল সিকদার রিসোর্ট এন্ড ভিলাস’র সভাকক্ষে সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।
ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি আরও বলেন, পটুয়াখালী-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হলে কুয়াকাটা-কলাপাড়া হবে বরিশাল বিভাগের উন্নয়নের রোড মডেল। এ উপজেলার ৫০ শয্যা হাসপাতালটি ২৫০ শয্যায় উত্তীর্ণ করন, ডায়াবেটিকস হাসপাতাল নির্মাণ, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে উন্নতি করণের তিনি কাজ করবেন বলে জানান। এসময় বিভিন্ন সমস্যার কথা শুনে দ্রæত সমাধানের আশ্বাস দেন।
এ সুধী সমাবেশে সংসদ সদস্য মহিববুর রহমান ও কুয়াকাটা পৌরসভার মেয়র মো.আনোয়ার হাওলাদার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারন সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সাবেক সভাপতি শামছুল আলম, সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি সভাপতি মো. নাসির উদ্দিন বিপ্লব,কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সভাপতি এইচ আর মুক্তা, কলাপাড়া রিপোর্টার্স সাধারন সম্পাদক মো. ফরিদ উদ্দিন বিপু, মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম সহ কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।