Home সারাদেশ উজিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ আহত-৬

উজিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ আহত-৬

21

মহসিন মিঞা লিটন, উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার কানসি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় হামলায় উভয় পক্ষের ৬ জন গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের কানসি গ্রামের ইউপি চেয়ারম্যান আঃ হালিম সরদারের ছেলের সাথে ওই গ্রামের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম সরদারের ছেলে ফাহিম সরদারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে ৩ জানুয়ারি বেলা ১১ টায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কোপের আঘাতে গুরুত্বর আহত হন জালিছ মাহমুদ রনি,রফিকুল ইসলাম, রাহাত ও ইউপি সদস্য মোঃ শিরাজুল ইসলাম, ফাহিম সরদার,মেহেদী মোল্লা। এ ব্যপারে রফিকুল ইসলাম সরদার জানান, চেয়ারম্যান পুত্র চঞ্চল সরদার সাথে ফাহিম সরদারের দ্বন্ধের জেড়ে আমি চেয়ারম্যান হালিম সরদারের জামাতা হওয়া আমাকে ও রাহাতকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসী শিরাজুল ইসলাম সরদার ও তার ছেলে ফাহিম সরদার বাহিনীরা। এছাড়া দুপুর ২ টার দিকে ফের সংঘর্ষ হয় এতে রক্তাক্ত জখম হয় জালিছ মাহমুদ রনি। তার অবস্থা বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও   ইউপি সদস্য মোঃ শিরাজুল ইসলাম সরদার জানান,পূর্ব শত্রুতার জের ধরে আমাদের উপর পরিকল্পিত ভাবে  হামলা চালায়। এতে আমার ছেলে ফাহিম সরদার গুরুত্বর আহত হয়ে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি হয়। আমি প্রাথমিক চিকিৎসা নেই এবং মেহেদী মোল্লা আঘাত প্রাপ্ত হয়।  উজিরপুর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।