Home জাতীয় কলাপাড়ায় পাঁচ শুটকি ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড

কলাপাড়ায় পাঁচ শুটকি ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড

41

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে হাঙ্গর শিকার ও শুটকি তৈরীর অপরাধে পাঁচ ব্যবসায়ীকে তিন মাস করে বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্তরা হলেন, রুবেল মিয়া (২৯), রুবেল হাওলাদার (২৩), মোশাররফ (৩৭), জুবায়ের (১৯) ও জহিরুল (৪০)। সোমবার দুপুরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও পটুয়াখালী বনবিভাগ মৎস্যবন্দর শুটকি কেন্দ্রে আকস্মিক অভিযান চালায়। এ সময় চারটি শুটকি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় চার মণ হাঙ্গর ও কালো পীতম্বর হাঙ্গরের দেহের বিভিন্ন অংশ উদ্ধার করেন। পরে নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারী (ভূমি) কমিশনার জগৎবন্ধু মন্ডল ওই পাঁচ ব্যবসায়ীকে বিনাশ্রম তিন মাসের কারাদন্ড প্রদান করেন। অভিযানে পটুয়াখালীর সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম, বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক, উপজেলা বন কর্মকর্তা আব্দুস সালাম সহ বনবিভাগের কর্মকর্তা ও মহিপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জব্দকৃত হাঙ্গর গুলোকে পুড়িয়ে মাটি চাঁপা দেয়া হয়েছে।
দন্ডপ্রাপ্ত মৎস্য ব্যবসায়ীদের বাড়ী আলীপুর এলাকার বিভিন্ন গ্রামে। এরা সাগরে মাছ শিকারের পাশাপাশি শুটকি প্রক্রিয়াজাত করে বিক্রি করে থাকে।