Home জাতীয় ইসি গঠন: প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ

ইসি গঠন: প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ

38

স্টাফ রিপোটার: সার্চ কমিটি আজ সোমবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারগণের নিয়োগদানের লক্ষ্যে প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে (www.cabinet.gov.bd) এবং তথ্য অধিদফতরের ওয়েবসাইটে (www.pressinform.portal.gov.bd) নামের এ তালিকা পাওয়া যাচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এ তালিকায় আছেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, ড. জাফর ইকবাল, সুলতানা কামাল, অজয় দাস গুপ্ত, আ আ ম স আরেফিন সিদ্দিক, এম সাখাওয়াত হোসেন, অধ্যাপক কাজী দীন মোহাম্মদ, বিচারপতি আবু বকর, কাজী হাবিবুল আওয়াল,  সাবেক প্রধান বিচারপতি মোদাচ্ছির হোসেন, ড. আতিউর রহমান, নাজমুন আরা সুলতানা, জেনারেল ইকবাল করিম ভূঁইয়া (অব.), আবু বকর সিদ্দিকী, লে. জেনারেল হারুনুর রশীদ (অব.), বিনায়ক সেন, মেঘনা গুহ ঠাকুরতা, ইকবাল সোবহান চৌধুরী, আবুল কালাম আজাদ, ডা. সারোয়ার আলী, ইলিয়াস কাঞ্চন, ড. শাহদীন মালিক, ড. সাদেকা হালিম, গীতিআরা সাফিয়া চৌধুরী , অধ্যাপক আবদুল মান্নান, আনিসুর রহমান, খন্দকার হাসান শাহরিয়ার, আবদুল মালেক, নুরুল হুদা, মো. সারোয়ার হোসেন, বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া, মীর শহীদুল ইসলাম, আসগর আলী, হুমায়ুন কবির, বিচারপতি ফরিদ আহমদ, বিচারপতি শামসুদ্দিন আহমেদ মানিক, ডাক্তার ফৌজিয়া মোসলেম, বিবি রাসেল, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, রোকেয়া কবির, রাশেদা কে চৌধুরী, সেলিনা হোসেন প্রমুখ।

পূর্বে সার্চ কমিটি কর্তৃক ইসি গঠনের জন্য নামের তালিকা চেয়ে বিভিন্ন নিবন্ধিত রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নিকট আহ্বান জানানো হয়। নামের তালিকা জমা দেওয়ার শেষ সময় ছিল আজ সোমবার বিকাল ৫টা।