Home রাজনীতি একতরফা নির্বাচনের তফসিল বাতিল কর: বামমোর্চা

একতরফা নির্বাচনের তফসিল বাতিল কর: বামমোর্চা

19

স্টাফ রিপোটার: একতরফা নির্বাচনের পাঁয়তারার প্রতিবাদে এবং গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে আজ ৩০ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন এর সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান।
সমাবেশে বক্তব্য রাখেন, গণমুক্তি ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মিঠু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন প্রমুখ।
বক্তারা বলেন, জনমতের শক্তিশালী বিরোধীতা সত্ত্বেও ফ্যাসিবাদী আওয়ামী সরকার যেনতেন প্রকারে ক্ষমতায় আসতে একতরফা ভাবে নির্বাচনের চেষ্টা করছে। বুর্জোয়া বিরোধী দল বিএনপির উপর হামলা, মামলা, হত্যা, নির্যাতন চালাচ্ছে। বিরোধী সকল দল-মতকে ফ্যাসিবাদী কায়দায় দমন করছে। গার্মেন্টস শ্রমিকদের আপত্তিতে কান না দিয়ে মালিকের স্বার্থে ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরী ঘোষণা করেছে সরকার। চারজন হত্যাসহ শ্রমিক আন্দোলন বর্বরভাবে দমন করছে জানিয়ে শ্রমিক নির্যাতনের তীব্র নিন্দা করেন বক্তারা এবং ২৫ হাজার টাকা নিম্নতম মজুরী ঘোষণা করার দাবি করেন। আওয়ামী ফ্যাসিবাদের একতরফা নির্বাচনের বর্জনের আহবান জানান নেতারা।