Home জাতীয় আজ থেকে মাঠে থাকবে সেনাবাহিনী

আজ থেকে মাঠে থাকবে সেনাবাহিনী

51

স্টাফ রিপোটার: জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে আজ থেকে সেনাবাহিনী নিয়োজিত থাকবে। আইএসপিআর জানিয়েছেন, সশস্ত্র বাহিনী ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ভোটগ্রহণের পূর্বে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন ও স্থানীয় বেসমরিক প্রশাসনকে সহায়তা প্রদান করবেন।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাহন সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’র আওতায় সশস্ত্র বাহিনী নিয়োজিত থাকবে।সশস্ত্র বাহিনী প্রতিটি জেলা, উপজেলা, মেট্রোপলিটন এলাকায় অবস্থান করবেন।
সেনাবাহিনী ৬২ টি জেলায় নিয়োজিত থাকবে। উপকূলীয় দুটি জেলা ভোলা ও বরগুনা জেলাসহ ১৯টি উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্ব পালন করবেন।