Home জাতীয় দেশের ১৪১ ইউপি, ৫ পৌরসভা ও ৪ উপজেলায় ভোট চলছে

দেশের ১৪১ ইউপি, ৫ পৌরসভা ও ৪ উপজেলায় ভোট চলছে

31

নাজির আহমেদ সজল: কুমিল্লা সিটি করপোরেশনের মতো দেশের ১৪১ ইউপি, ৫ পৌরসভা ও ৪ উপজেলায়ও ভোট গ্রহণ চলছে। আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পযর্ন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। নির্বাচন সুষ্ঠ করতে সতর্ক অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর মধ্যে টাঙ্গাইলের ২০টি ইউপিতে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে ইভিএমে ১৯টি ও একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশনের কড়া নিদের্শে আইনশৃংখলা বাহিনী সতর্ক রয়েছে।
নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত টহলে থাকবেন।

এখন পযর্ন্ত কোথাও কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।তবে, কুমিল্লা সিটিতে সকাল বেলা বৃষ্টি হওয়ায় ভোট কেন্দ্রে ভোটারের আসা যাওয়ায় সমস্যা হয়।