Home রাজনীতি পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর জন্য দেয়া প্রটোকল অনাকাঙ্ক্ষিত: জাসদ

পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর জন্য দেয়া প্রটোকল অনাকাঙ্ক্ষিত: জাসদ

46

ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে বলেছেন, ট্রানজিট প্যাসেঞ্জার হিসাবে চট্রগ্রাম বিমান বন্দরে অবতরণকারী পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভূট্টোকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন পূর্ণ মন্ত্রীর প্রটোকল প্রদান অনাকাঙ্ক্ষিত। তারা বলেন, পাকিস্তান এখন পর্যন্ত ১৯৭১ সালে বাঙালি জাতির উপর সংঘটিত ইতিহাসের বর্বরতম গনহত্যা-যুদ্ধাপরাধের জন্য বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চায় নাই। বরং পাকিস্তান বাংলাদেশের আদালতে যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধীতা করেই চলেছে। সেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সরকারের প্রটোকল প্রদান কোন যুক্তিতেই গ্রহণযোগ্য ও কাম্য নয়। তারা বলেন, যতক্ষণ পর্যন্ত পাকিস্তান ১৯৭১ সালে বাঙালি জাতির উপর পরিচালিত ইতিহাসের বর্বরতম গণহত্যা-যুদ্ধাপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশের কাছে কূটনীতিক সৌজন্য আশা করতে পারে না। তারা এব্যাপারে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণের আহবান জানান।