Home সাহিত্য ও বিনোদন গোলাম কবিরের দুটি কবিতা

গোলাম কবিরের দুটি কবিতা

22

“যে তুমি আমার চিরকালের ভালোবাসার “

একজন কসাইয়ের ক্ষিপ্রতা নিয়ে
মাংস কাটার মতো করে নয়
কিংবা গোরখোদকের মতো
ভাবলেশহীন ভাবে নয়!

একজন প্রত্নতত্ত্ববিদের মতো
গভীর মমত্ববোধ নিয়ে বুকের ভেতর
খুঁড়ে দ্যাখ, ওখানেই থাকো “যে তুমি
আমার চিরকালের ভালোবাসার “।

আমার ভালোবাসাকে অস্বীকার
করবে? করতে পারো, তাও!
কিন্তু যে হৃদয়ে রেখেছি তোমাকে
সেখান থেকে তাকে সরাবে
এমন সাধ্য আছে কার!

 " মৃত্যু "

মানুষের জীবনেরও একদিন
ছুটি হয়ে যায় মৃত্যুতে।
ছুটি হয় না কবিতার
কারণ কবিতার মৃত্যু হয় না,
তেমনই ভালোবাসার ছুটি হয় না,
মৃত্যু হয় না ভালোবাসার।