Home জাতীয় শ্রমজীবীদের কল্যাণে বাজেটে বিশেষ বরাদ্দ প্রদানের আহবান

শ্রমজীবীদের কল্যাণে বাজেটে বিশেষ বরাদ্দ প্রদানের আহবান

72

ডেস্ক রিপোর্ট: শ্রমজীবীদের জন্য ভর্তুকি মূল্যে, রেশন, বিনামূল্যে চিকিৎসা, সল্পব্যায়ে আবাসন নিশ্চিত ও শ্রমজীবী পেনশন স্কীম চালু করতে বাজেটে বিশিষ বরাদ্দের দাবিতে দেশব্যাপি কর্মসূচীর অংশ হিসাবে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা নগর শাখার উদ্যোগে আজ সকাল ১১টায় পল্টন মোড়ে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা নগর শাখার সভাপতি ও বোম্বে সুইটস কোম্পানি লিমিটেড শ্রমিক ইউনিয়ন এর সভাপতি রতন মিয়া’র সভাপতিত্বে এবং ঢাকা নগর শাখার সাধারন সম্পাদক খালেকুজ্জামান লিপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, ঢাকা নগর সহ-সভাপতি আফজাল হোসেন, সহ-সম্পাদক মনির হোসেন মলি, সাংগঠনিক সম্পাদক অ্যাড. ফারুক হোসেন, অর্থ সম্পাদক নবী হোসেন, দপ্তর সম্পাদক রুবেল মিয়া, আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক বাবু হোসেন, সদস্য দুলাল হাওলাদার, রাইড শেয়ারিং ও সার্ভিস ডেলিভারী ইউনিয়নের আহবায়ক রফিকুল ইসলাম রফিক, তানভির নাঈম প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে এস.ডি.জি’র লক্ষ্যমাত্রা অর্জন করার প্রতিশ্রুতি দিয়েছে। এস.ডি.জি’র ১৭ টি লক্ষ্যের প্রথম লক্ষ্য কোনো দারিদ্র থাকবেনা, দ্বিতীয় লক্ষ্য খাদ্য নিরাপত্তা ও পুষ্টির উন্নয়ন, অষ্ঠম লক্ষ্য শোভন ও পূর্ণকালীন কাজ নিশ্চিত করা, দশম লক্ষ্য বৈষম্য বিলোপ। করোনা পরবর্তীতে দারিদ্র বেড়েছে, বেড়েছে অপুষ্টি, কর্মহারিয়ে অনিশ্চয়তায় ধুঁকছে লক্ষ লক্ষ পরিবার, ধনী-দরিদ্রের বৈষম্য তীব্র হয়েছে। এই সময়ে এস.ডি.জি অর্জন করতে হলে প্রায় ৭ কোটি শ্রমজীবী মানুষ কে সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে নিয়ে আসতে হবে। তাদের পুষ্টি নিশ্চিত করতে ভর্তুকি মুল্যে নিত্যপণ্যের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে, সুস্থ কর্মী উৎপাদনের অন্যতম শর্ত তাই শ্রমজীবীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও আবাসন নিশ্চিত করতে হবে। দেশে প্রাতিষ্ঠানিক কর্মক্ষেত্রের সুযোগ সংকুচিত হচ্ছে ফলে অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের বার্ধক্যকালিন নিরাপত্তার জন্য শ্রমজীবী পেনশন স্কীম চালু করতে হবে। আর সরকারী কর্মচারীদের পেনশন, সঞ্চয় পত্রের সুদ, কৃষি ভর্তুকির টাকা অন্তর্ভূক্ত করে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ স্ফীত করে দেখালে তা এস.ডি.জি অর্জনের আন্তরিকতার অনুপস্থিতিই প্রমাণ করবে।