Home সারাদেশ শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী অভিভাবক মতবিনিময়

শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী অভিভাবক মতবিনিময়

133

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : শনিবার ফরিদপুর উপজেলার পুংগলী বি,এম কলেজে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী, অভিভাবক ও সুধি জনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নাজিমুদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য দেন পুংগলী শহীদুল্লাহ কলেজের সভাপতি আব্দুল করিম, এডওয়ার্ড বিশ^বিদ্যালয় কলেজের অধ্যাপক কামরুজ্জমান মেহেদী, ইঞ্জিনিয়ার আব্বাসআলী,সরকারী ইয়াছিন কলেজের সহকারী অধ্যাপক নূরইসলাম আব্বাসী,সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য খাইরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, কোন শিক্ষার্থী কে নিয়মিত রাতে ১ মাসপড়ার টেবিলে পেলে তাকে পুরস্কৃত করা হবেএবং সন্ধ্যার পরে কোন শিক্ষার্থীকে বাড়ির বাইরে পেলে তাকে শাস্তি পেতে হবে। উল্লেখ্য গত এসএসসিতে পাছ পুংগলী গ্রামের ৮ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১ জনপাশ করেছে। গ্রামের সচেতন মহল খোজ নিয়ে জানতে পারেন ছাত্ররা লেখা-পড়াবাদ দিয়ে রাত ৯টা পর্যন্ত মোবাইল ফোন নিয়ে বাড়ির বাহিরে থাকে এবং কেউ কেউ মাদক আসক্ত হয়ে যাচ্ছে। গ্রামের পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আনতে এলাকাবাসী এই উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে ৭০ জন ছাত্র-ছাত্রী শতাধিক মা-বাবা সহ এলাকার সুধি জন উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ উপহার দেওয়া হয়। অনুষ্ঠান টি সার্বিক সহযোগীতায় ছিলেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা রুহুলআমিন খোকন ও সমাজ সেবক আব্দুল করিম। অভিভাবকেরা ছেলে-মেয়েদেও বাল্য বিবাহ দেবেন না বলেও অঙ্গীকার করেন।