Home রাজনীতি গরিব মানুষদের সঙ্গবন্ধ করার সংগঠকের খুবই অভাব: মেনন

গরিব মানুষদের সঙ্গবন্ধ করার সংগঠকের খুবই অভাব: মেনন

25

স্টাফ রিপোটার: রাশেদ খান মেনন বলেছেন, খেতমজুরদের নিবন্ধনসহ রেশনিং সার্বজনিন পেনশন দাবি আদায়ে গ্রামে গঞ্জে আন্দোলন গড়ে তুলতে হবে। আজকাল গরিব মানুষদের সঙ্গবন্ধ করার সংগঠকের খুবই অভাব। শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে খেতমজুর ইউনিয়নের সম্মেলন উদ্বোধনকালে একথা বলেন তিনি । জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনে সংগঠনের পতাকা উত্তলন করেন সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু।
রাশেদ খান মেনন এমপি বলেন, দেশে সব চেয়ে অবহেলিত এবং দরিদ্র জনগোষ্ঠী খেতমজুর ও শ্রমজীবি মানুষ। খেতমজুর এবং কৃষকদের আন্দোলন জোরদার করতে পারলে মৌলবাদ সাম্প্রদায়িকতা রুখা সম্ভব। গ্রামে গ্রামে শ্রমজীবিদের সংগঠিত করতে পারলে ধর্মান্ধতা জঙ্গীবাদ পরাস্ত হবে।