Home রাজনীতি ৩টি আসনের উপনির্বাচনে জাসদের প্রার্থীতা ঘোষণা

৩টি আসনের উপনির্বাচনে জাসদের প্রার্থীতা ঘোষণা

36

ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আগামী ১ ফেব্রুয়ারি ২০২৩ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের ৬টি শূন্য আসনের উপনির্বাচনে ৩টি আসনে দলীয় প্রার্থীতা চূড়ান্ত করেছে। আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

জানাগেছে, গতকাল ৩০ ডিসেম্বর শুক্রবার দুপুর ১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পার্লামেন্টারি নমিনেশন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপির সভাপতিত্ব অনুষ্ঠিত দলের পার্লামেন্টারি নমিনেশন বোর্ডের এ সভায় উপস্থিত ছিলেন শিরীন আখতার এমপি, এড. রবিউল আলম, মোশারেফ হোসেন, মীর হোসাইন আখতার, আফরোজা হক রীনা। পার্লামেন্টারি বোর্ডের সভায় তৃণমূল থেকে প্রস্তাবিত প্রার্থীদের সাক্ষাৎকার নেয়ার পর বগুড়া-৪ আসনে সাবেক এমপি, বগুড়া জেলা জাসদের সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেন, বগুড়া -৬ আসনে বগুড়া সরকারী আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, শ্রমিক নেতা, জাসদ নেতা এড. মোঃ ইমদাদুল হক এমদাদ এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনিরকে দলীয় প্রার্থী হিসাবে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়।