Home সারাদেশ সাতক্ষীরায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া হাতবোমা নিস্ক্রিয় করল র‌্যাব

সাতক্ষীরায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া হাতবোমা নিস্ক্রিয় করল র‌্যাব

65

প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জে মসজিদের পাশ থেকে ১৮ টি হাতবোমা উদ্ধারের পর নিস্ক্রিয় করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। মঙ্গলবার দুপুর ২টার দিকে সদরের লাবসা মোড় এলাকায় একে একে বোমাগুলো নিস্ক্রিয় করে।

গত সোমবার রাতে কালিগঞ্জ উপজেলার কালিকাপুর শেখপাড়া জামে মসজিদের পাশে পরিত্যক্ত অবস্থায় ওই হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডিং অফিসার ও সহকারী পুলিশ সুপার নাজমুল হক জানান, নির্বাচনী নিরাপত্তায় টহলের সময় কালিকাপুর শেখপাড়া জামে মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের থলে থেকে ১৮টি হাতবোমা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে হেডকোয়াটারের নির্দেশে বোমাগুলো নিস্ক্রিয় করা হয়েছে।