ডেস্ক রিপোর্ট: মন্ত্রী পরিষদ আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন , পরিবর্তন ও প্রতিস্থাপন করেছে।সংশোধিত আইনটি ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ হিসাবে চালু করা হবে। সোমবার মন্ত্রী পরিষদ বৈঠকে সংশোধিত আইনটির খসড়া নীতিমালা অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় অনষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের এতথ্য জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের অনেকগুলো ধারা পরিবর্তন করে আইনের খসড়া তৈরী করা হয়েছে।নতুন আইনটি পাস হলে আগেরটি বাতিল হবে।
তিনি আরও বলেন, নতুন আইন অনুযায়ী একটি সাইবার সিকিউরিটি এজেন্সি থাকবে।সাজার ক্ষেত্রে বিদ্যামান আইনে জেলের ওপর ফোকাস বেশী ছিল। এখানে জেলের সাজার পরিমান কমানো হয়েছে।কিন্তু আর্থিক জরিমানা রাখা হয়েছে, কিছু ক্ষেত্রে বাড়ানো হয়েছে।
মন্ত্রী সভা ১২ ডিসেম্বরকে ডিজিটাল বাংলাদেশ দিবসের পরিবর্তে ‘স্মার্ট বাংলাদেশ দিবস’ পালনের অনুমোদন দিয়েছে মন্ত্রী পরিষদ।