Home সারাদেশ ফরিদপুরে গৃহহীন ও ভূমিহীন আশ্রয়ন প্রকল্প নিয়ে সংবাদ সম্মেলন

ফরিদপুরে গৃহহীন ও ভূমিহীন আশ্রয়ন প্রকল্প নিয়ে সংবাদ সম্মেলন

136

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: ফরিদপুরে আশ্রয়ন প্রকল্প নিয়ে আজ ৭ই আগস্ট সোমবার এক সংবাদ সম্মেলন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. শিরিন সুলতানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ফরিদপুর উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ২৫২ জন গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসিত হচ্ছে। এর আগে প্রথম পর্যায়ে ৫০জন, দ্বিতীয় পর্যায়ে ২০জন, তৃতীয় পর্যায়ে ১৪জন, চতুর্থ পর্যায়ে প্রথম ধাপে ৫৫জন এবং দ্বিতীয় ধাপে ১১৩জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। তিনি বলেন, ফরিদপুর উপজেলায় নিরুপিত ২৫২ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করায় ফরিদপুর উপজেলা হবে গৃহহীন ও ভূমিহীন মুক্ত। উপজেলায় একক গৃহনির্মাণের তেমন কৃষি খাস জমি না থাকায় মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে জমি ক্রয় করে সেখানে মুজিববর্ষের একক গৃহনির্মাণ করে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করেছেন। যা বাংলাদেশ ও বিশ^দরবারে প্রশংসা কুড়িয়েছে।মোছাঃ শিরিন সুলতানা বলেন, এ উপজেলায় প্রথম পর্যায়ে ৪৬৮জন গৃহহীন ও ভূমিহীনদের তালিকা প্রনোয়ন করা হয়। পরবর্তীতে অধিকতর যাচাই-বাছাই করে সর্বশেষ ২৫২জন গৃহহীন ও ভূমিহীনদের নামের তালিকা নিরুপিত হয়। এর মধ্যে দেওবাড়িয়া মৌজায় মাজাট আশ্রয়ন প্রকল্পে ১৩জন, পাচুরিয়াবাড়ি আশ্রয়ন প্রকল্পে ৫৮জন, ডাকবাড়িয়া আশ্রয়ন প্রকল্পে ২৮জন, রাউৎনাগধাপাড়া মৌজায় পাগলের আশ্রম সংলগ্ন আশ্রয়ন প্রকল্পে ১০জন, খারজানি মৌজায় গোপালনগর কবরস্থান সংলগ্ন আশ্রয়ন প্রকল্পে ১৭জন, গোলকাটা আশ্রয়ন প্রকল্পে ১৮জন, নারায়নপুর ব্রীজ সংলগ্ন আশ্রয়ন প্রকল্পে ১০, গোপালনগর ঘোষপাড়া আশ্রয়ন প্রকল্পে ৮জন, সোনারবাংলা ক্লাব আশ্রয়ন প্রকল্পে ১১জন, মাদারজানি আশ্রয়ন প্রকল্পে ৬জন, খলিশাদহ আশ্রয়ন প্রকল্পে ১৫জন, হাদল-ধানুয়াঘাটা আশ্রয়ন প্রকল্পে ১৮জন, পারফরিদপুর আশ্রয়ন প্রকল্পে ২৬জন, ডেমরা বাঁশহাটা আশ্রয়ন প্রকল্পে ১৪জন মোট ২৫২টি একক গৃহহীন ও ভূমিহীনদের অনুকূলে গৃহসহ জমি হস্তান্তর করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শিরিন সুলতানা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।