Home জাতীয় সমুদ্র বন্দরকে তিন নম্বর সংকেত ঘোষণা করা হয়েছে

সমুদ্র বন্দরকে তিন নম্বর সংকেত ঘোষণা করা হয়েছে

30

ডেস্ক রিপোর্ট: মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা অবস্থানরত সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় মৌসুমি নিন্মচাপে পরিনত হয়েছে। এটি আজ ১ আগষ্ট সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ২০৫ কি:মি: দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১২৫ কি:মি: দক্ষিণে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৩১০ কি:মি: দক্ষিণপূর্বে, পায়রা সমুদ্র থেকে ২২০ কি:মি: দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
নিন্মচাপ কেন্দ্রের ৪৪কি:মি: এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি বেগ ঘন্টায় ৪০ কি:মি: যা দমকা অথবা জড়ো হাওয়ার আকারে ৫০ কি:মি: পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। নিন্মচাপ কেন্দ্রের নিকবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। আবহাওয়া অফিস থেকে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।