Home সারাদেশ সমুদ্রগামী ট্রলার মাঝিদের মাঝে ফাস্ট এইড বক্স বিতরণ

সমুদ্রগামী ট্রলার মাঝিদের মাঝে ফাস্ট এইড বক্স বিতরণ

22

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রগামী প্রশিক্ষিত ট্রলার মাঝিদের মাঝে ফাস্ট এইড বক্স বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ডফিস বাংলাদেশ’র উদ্যোগে সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে ৩০ জন সমুদ্রগামী ট্রলার মাঝির হাতে এ ফাস্ট এইড বক্স তুলে দেয়া হয়। প্রতিটি বক্সে খাবার সেলাইন, মেট্রনিডাজল, ডমপেরিডন, এন্টিবায়োটিক, এন্টিহিস্টামিন, সিলভার সালফা ডায়াজিন, পেইন কিলার, পিপিআই, ব্যান্ডেজ সহ ৩০ প্রকারের ঔষধ চিকিৎসা সামগ্রী রয়েছে। তবে এ ঔষধ জেলেদের প্রাথমিক চিকিৎসা কাজে বড় ধরনের সহায়ক হবে বলে ধারনা করেন সংশ্লিষ্টরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভিন সিমা, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসুচী-সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খাঁন, আন্তর্জাতিক গবেষনা সংস্থা ওয়ার্ল্ডফিস বাংলাদেশ ইউ এস আইডি ইকোফিস-২ সহযোগী গবেষেক সাগরিকা স্মৃতি, সংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু প্রমুখ। এছাড়া উপজেলা মাঝি সমিতির সভাপতি মাঝি মন্নান ও মাঝি নেপাল চন্দ্র গাইন বক্তব্য রাখেন। এ সময় তারা জেলেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সকরারি কর্মকর্তা, গনমাধ্যম কর্মী ও প্রশিক্ষিত জেলেরা উপস্থিত ছিলেন।