Home রাজনীতি জোট থেকে লেবার পার্টি বের হওয়ায় ১২ দলীয় জোটের নেতাদের সন্তোষ প্রকাশ

জোট থেকে লেবার পার্টি বের হওয়ায় ১২ দলীয় জোটের নেতাদের সন্তোষ প্রকাশ

23

স্টাফ রিপোটার: জোটের শরীক দল লেবার পার্টি জোট থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন ।

রবিবার (১৯ মার্চ) সন্ধ্যায় পুরানা পল্টনের বাংলাদেশ এলডিপি কার্যালয়ে ১২ দলীয় জোটের বৈঠকে এ সন্তোষ জানানো হয়।

সভায় ১২ দলীয় জোটের ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা।

বৈঠকে জোটের শীর্ষনেতারা বলেন, লেবার পার্টির বিরুদ্ধে জাতীয়তাবাদীর শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র, জোটের সংহতি পরিপন্থী আলাদা কর্মসূচি পালন , জোটের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে অশোভন ও উদ্ধতপূর্ণ আচরণ, জোটের শৃঙ্খলা ভঙ্গ ও জোটের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার কারণে জোটের শরীকদের মধ্যে চরম ক্ষোভ ও অস্বস্তি বিরাজ করছিল। এমতাবস্থায় লেবার পার্টি নিজ থেকে জোট থেকে বিদায় হওয়াতে জোট নেতৃবৃন্দ আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করেন।