Home সারাদেশ শ্রীউলায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত জরিমানা ও মুচলেকা দিয়ে মুক্ত।

শ্রীউলায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত জরিমানা ও মুচলেকা দিয়ে মুক্ত।

23

সুকদেব সানা (আশাশুনি) সাতক্ষীরা: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে নাকতাড়া কালিবাড়ি বাজারে স্কুল ছাত্রীকে উত্যাক্ত করার অভিযোগ ৪ জনকে আটকের পর মুচলেকা ও জরিমানা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নাকতাড়া কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
জানাগেছে, মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের জনৈক স্কুল ছাত্রী বাড়ি পথে নাকতাড়া কালিবাড়ি বাজারে পৌছলে, বাজারের জাহিদের চায়ের দোকানে বসে থাকা কিছু বখাটে ছেলে খারাপ কথা বলে। ছাত্রী শুনতে পেয়ে খারাপ কথার প্রতিবাদ করতে গেলে তারা আরও উত্তেজিত হয়ে খুবই খারাপ ভাষায় গালি গালাজ করে। বাধ্য হয়ে সে বাড়িতে ফিরে বাবাকে জানায়। স্কুল ছাত্রীর পিতা সঙ্গে সঙ্গে আশাশুনি থানায় ফোন করেন। এদিকে ইউপি চেয়ারম্যান ঘটনার কথা জানতে পেরে গ্রাম পুলিশ পাঠিয়ে তাদেরকে আটক করে পরিষদে আনেন। এবং তাদের অভিভাবকদের খবর দিয়ে পরিষদে এনে সকলের সম্মতিতে, বিশেষ করে মেয়ের পিতার সম্মতিতে প্রথমবারের মত অপরাধ করায় তাদেরকে মুচলেকা ও জরিমানা নিয়ে অভিভাবকদের কাছে তুলে দেওয়া হয়। এব্যাপারে ইউপি চেয়ারম্যানের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।