যুগবার্তা ডেস্ক।। রাজশাহীর গোদাগাড়ীতে সংসদ সদস্যের হাতে অধ্যক্ষ লাঞ্চিত ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে উক্ত সাংসদের উপযুক্ত বিচার ও শাস্তির দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

রাজশাহীর গোদাগাড়ীর রাজবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজার উপর ন্যাক্কারজনক হামলা ও তার প্রতি ক্ষমতাসীন দলের সংসদ সদস্যের এমন আচরণে গোটা জাতি আজকে বিস্মিত ও ক্ষুদ্ধ এমন মন্তব্য্য করে

বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি ফয়েজউল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, ‘সারাদেশে বিভিন্ন স্থানে শিক্ষকরা প্রতিনিয়ত নির্যাতন এবং হত্যার শিকার হচ্ছেন। বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল ও নওগাঁর স্কুল শিক্ষিকা আমোদিনী পালকে লাঞ্ছনা, নরাইলের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের উপস্থিতিতে জুতার মালা পড়ানো, সাভারে হত্যার শিকার স্কুল শিক্ষক উৎপল কুমার সরকারসহ সারাদেশে অসংখ্য শিক্ষক নির্যাতনের সুষ্ঠু বিচার করা হয়নি বরং প্রতিটি ঘটনার সাথে সরকার দলীয় বিভিন্ন সংগঠনের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। তাদের ক্ষমতার দাপটে এসব জঘন্যতম ঘটনাগুলোর সঠিক বিচার আমরা দেখতে পাইনি। নিজের চেম্বারে ডেকে নিয়ে একজন সংসদ সদস্য যখন একজন সম্মানিত অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তাতে মারধোর করে, তখন তার চেয়ে নিন্দনীয় কাজ আর হতে পারে না। ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি গঠন করলেও সুষ্ঠু তদন্তের বিষয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি।’

নেতৃবৃন্দ আরো বলেন, ‘এর আগেও সাংসদের হাতে শিক্ষক লাঞ্চিত হয়েছেন, কিন্তু তার বিচার হয়নি। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে জাতিকে মুক্ত করতে ও শিক্ষক সমাজের সম্মান নিশ্চিত করতে ছাত্র সমাজসহ সারাদেশের সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া সামনে কোনো পথ খোলা নেই।’