Home বাণিজ্য ও অর্থনীতি পদ্মা সেতু চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যবসা বাণিজ্যের আমুল পরিবর্তন সাধিত হবে

পদ্মা সেতু চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্যবসা বাণিজ্যের আমুল পরিবর্তন সাধিত হবে

34

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি বাজারে ক্রেতা-বিক্রেতা বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নানাবিধ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে আসছে। সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ হওয়াতে আজ সারাদেশের ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারছে। তিনি ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা পরিচালনা করার পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় সকল বাঁধা বিপত্তি দুর করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের লালায়িত স্বপ্ন পদ্মা সেতু আজ বাস্তবে রূপ নিয়েছে। এ সেতু চালু হলে এ অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান তথা ব্যবসা বাণিজ্যের আমুল পরিবর্তন সাধিত হবে। বৃহঃস্পতিবার বিকেল ৪ টায় ফুলতলা বাজারের গামছা চান্দিনায় বাজার বণিক কল্যাণ সোসাইটির নব-নির্বাচিত কর্মকর্তাদের সম্বর্ধনা অনুষ্ঠান ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম, থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস মৃনাল হাজরা ও আবু তাহের রিপন, বাজার বণিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, সহ-সাধারণ সম্পাদক শাহীদ মোড়ল, ব্যবসায়ী ফারাজী আজিজুল হক, জাহাঙ্গীর মোড়ল, ফুলতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গৌর হরি দাস, জেলা যুবলীগ নেতা মোল্যা রবিউল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা এসকে মিজানুর রহমান, বাজার বণিক কল্যাণ সোসাইটির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম মিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হাসান নাইস, ক্রীড়া সম্পাদক খন্দকার রকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের, কোষাধ্যক্ষ কবির জমাদ্দার, সদস্য মোঃ আল আমিন শেখ, আনিসুল ইসলাম মিন্টু, মোল্যা ইলিয়াজ হোসেন, জুলহাস আহম্মেদ (জুলু), আঃ সাত্তার রানা জমাদ্দার, মোশাররফ হোসেন বিপ্লব প্রমুখ। এর পূর্বে প্রধান অতিথি ফুলতলা ইউনিয়নের শ্রী শ্রী গোপাল কৃষ্ণ কাঁলাচাঁদ ঠাকুরের বাড়ি ও রাড়িপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান।