বশেমুরবিপ্রবি প্রতিনিধি।। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম (বশেমুরবিপ্রবিসাফো) এর সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় পর্যায়ের স্বনামধন্য সাংবাদিকবৃন্দ।

গতকাল বুধবার (১৩ জুলাই) বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের সভাপতি শেখ আব্দুর রহিমের সঞ্চালনায় অনলাইন ভিত্তিক এই আলোচনা সভায় এই শুভেচ্ছা বিনিময় হয়। এসময় দেশের স্বনামধন্য সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ, বাংলাদেশ টেলিভিশন এর সিনিয়র রিপোর্টার ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ ও ডেইলি বাংলাদেশ পত্রিকার  সম্পাদক (ভারপ্রাপ্ত) ও বিশিষ্ট  লেখক রনি রেজা উপস্থিত ছিলেন । এছাড়াও সভায় সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি  মোঃ সফিকুল আহসান ইমন ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক  মোঃ রাশিদুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক মেজবা রহমানসহ অন্যান্য সদস্যরা  উপস্থিত ছিলেন।

এসময়  উপদেষ্টা রনি রেজা বলেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা একটি মহৎ কাজ। তারা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের থেকে কিছুটা হলেও বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম। জাতির পিতার নামে গড়ে ওঠা এ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামের প্রতি শুভ কামনা রইলো।

সংগঠনটির উপদেষ্টা  জিহাদুর রহমান জিহাদ বলেন, সাংবাদিকরা একটি দেশের সম্পদ।ঈদে যে যার মতো আনন্দ করলেও সাংবাদিকেরা জনগণের পাশেই অবস্থান করছে ।তারা জনগণের বন্ধু।ক্যাম্পাস সাংবাদিকতায় একতা, নিষ্ঠা ও সহমর্মিতার মাধ্যমে সাংবাদিকতা পেশা আরও বেগবান হোক।

আরেক উপদেষ্টা দীপ আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদের মানোন্নয়নে অবদান রাখে। আশাকরি পড়াশোনার পাশাপাশি বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের সদস্যরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সহায়তা করবে। আমি সংগঠনটির সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।

উল্লেখ্য, বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরাম ২০২০ সালে গঠিত হয়ে  বিশ্ববিদ্যালয়কে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সমুন্নত করার চেষ্টা করে আসছে।