Home রাজনীতি শহীদ নূর হোসেনসহ শহীদদের প্রতি বাম জোটের শ্রদ্ধাঞ্জলি

শহীদ নূর হোসেনসহ শহীদদের প্রতি বাম জোটের শ্রদ্ধাঞ্জলি

45

ডেস্ক রিপোর্ট: আজ ১০ নভেম্বর সকাল সাড়ে ৮টায় শহীদ নূর হোসেন স্মরণে ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেন, আমিনুল হুদা টিটো সহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এসময় জোটের সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাসদ নেতা জুলফিকার আলী, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বাম জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, গণতন্ত্রকে এখনো মুক্ত করা যায়নি। বরং ফ্যাসিবাদী প্রবণতা, ভয়ের সংস্কৃতি গণতন্ত্রকে বিপদাপন্ন করে ফেলেছে। আরেকটি গণঅভ্যুথানের মধ্য দিয়ে গণতন্ত্রকে মুক্ত করে দেশকে মুক্তিযুদ্ধের ধারায় সমাজতন্ত্র অভিমুখে নিয়ে যেতে হবে।