Home সারাদেশ শহীদ কাজী আরেফসহ ৫ নেতা হত্যা দিবসের স্মরণে জাসদের শোকসভা অনুষ্ঠিত

শহীদ কাজী আরেফসহ ৫ নেতা হত্যা দিবসের স্মরণে জাসদের শোকসভা অনুষ্ঠিত

26

মো.পাভেল ইসলাম রাজশাহী: জাসদ রাজশাহী মহানগরের উদ্যোগে জাতীয় বীর কাজী আরেফ আহমেদে সহ ৫ জাসদ নেতার ২৪ তম হত্যা দিবসের স্বরণে (১৭ ফ্রেবয়ারী) শুক্রবার বিকাল ৫ টায় রাজশাহী নগরীর তালাইমারী শহিদ মিনার পদ্মা পাঠাগারের হল রুমে মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবুর সঞ্চালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

শহীদ কাজী আরেফ আহমদের স্মরণ সভার শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

১৬ই ফেব্রুয়ারী বাঙালি জাতীয়তাবাদী সংগ্রামের নেতা,স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম পথিকৃৎ,জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা,সমাজতান্ত্রিক বিপ্লবী গণআন্দোলনের নেতা,সামরিক শাসন বিরোধী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা,সাম্প্রদায়িকতা বিরোধী গণআন্দোলনের নেতা,যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঐতিহাসিক গণআদালত গঠন ও গণআন্দোলনের অন্যতম পুরোধা রাজনৈতিক হত্যাকান্ডের শিকার জাতীয় বীর শহীদ কাজী আরেফ আহমেদ সহ ৫ জাসদ নেতা হত্যা দিবস।

১৯৯৯ সালের এই দিনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুরে জাসদের সন্ত্রাস বিরোধী জনসভা মঞ্চে দক্ষিন-পশ্চিম অঞ্চলের চিন্থিত সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছিল কাজী আরেফ আহমেদ সহ কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলার এককালীন উপজেলা চেয়ারম্যান জননন্দিত নেতা ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসমাইল হোসেন তপসের ও শমসের মন্ডলকে।

দিবসটি স্মরণে মহানগর জাসদ নেতৃবৃন্দ বলেন,কাজী আরেফ ও তার সহযোগীদের হত্যা একটি সুস্পষ্ট রাজনৈতিক হত্যাকান্ড,সেই খুনিচক্র এখনও বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার,উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার লক্ষে দেশে অনির্বাচিত সরকার-তালেবানি সরকার আনার ষড়যন্ত্রে লিপ্ত,মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার মধ্যদিয়ে স্বাধীনতা বিরোধী খুনি চক্রকে বাংলাদেশের সমাজ ও রাজনীতি থেকে চিরবিদায় জানানোর মাধ্যমে আমরা শহীদ কাজী আরেফ আহমদ ও তার সহযোদ্ধাদের শ্রদ্ধা ও স্মরণ করতে চাই।

আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর জাসদের সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ,জেলা জাসদের সহ সভাপতি মোঃ শামসুজ্জোহা,মহানগর যুগ্ম
সাধারণ সম্পাদক সাইফুল করিম কাজল,দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির,কোষাধ্যক্ষ আশরাফুল আলম সিদ্দিক,সদস্য সাইদুর রহমান আইয়ুব,জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ জোহেব হোসেন রনি,সংখ্যালঘু ও আদিবাসী বিষয়ক সম্পাদক মানিক কুমার সরকার,সহ সম্পাদক মো.পাভেল ইসলাম মিমুল,সহ সম্পাদক শামসুল ইসলাম সাইফুল,সদস্য ফয়সাল রহমান রানা,সাবেক ছাত্রনেতা এ কে এম জুয়েল খান,মো.সাজন ইসলাম, সোহাগ রহমান বাপ্পি,বাংলাদেশ ছাএলীগ রাজশাহী মহানগর সভাপতি শাহরিয়ার আহমেদ হিমেল প্রমুখ।