Home সাহিত্য ও বিনোদন লন্ডনে বাংলা গানের আসর

লন্ডনে বাংলা গানের আসর

56

ডেস্ক রিপোর্ট: ”বেঙ্গল টু বেথনাল গ্রীন” এই শিরোনামে রবিবার সন্ধ্যায় লন্ডনে হয়ে গেলো বাংলা গানের আসর। জনাকীর্ণ এই আয়োজনটি শুরু হয় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে গান দিয়ে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না। এই গানের সাথে গলা মেলান উপস্থিত বাঙালি শ্রোতারা। এরপর রবীন্দ্রসংগীতের মূর্ছনা ছড়িয়ে পড়ে অডিটরিয়ামে উপস্থিত শ্রোতাদের মাঝে। আধুনিক বাংলা গানের ডালি সাজিয়ে বসেছিলেন শিল্পীরা। কিন্তু সেসব বাংলা গানে ছিল বিভিন্ন দেশ ও ভাষার সুর-সংগীত আর বাদ্যযন্ত্রের ব্যবহার। বাংলাদেশ, ভারত, পেরু, অস্ট্রেলিয়ার শিল্পীরা অংশ নেন এই আয়োজনে। বিশিষ্ট তবলাবাদক শিল্পী ইউসুফ আলী খানের নির্দেশনায় এই সংগীত সন্ধ্যা আয়োজন করে লন্ডনভিত্তিক সংগঠন গ্রান্ড ইউনিয়ন অর্কেস্ট্রা। দীর্ঘ চল্লিশ বছর ধরে এই সংগঠনটি সারা বিশ্বের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির সংগীত ও শিল্পীদের সংগঠিত করে সংগীত আন্দোলনকে এগিয়ে নেয়ার কাজ করছে। বেঙ্গল টু বেথনাল গ্রীনের এবারের আয়োজনটি হয় লন্ডনের বেথনাল গ্রীনের রিচমিক্স অডিটরিয়ামে। বাঙালি বিভিন্ন বয়সের শ্রোতার পাশাপাশি বিভিন্ন ভাষা ও জাতির মানুষ উপভোগ করেন মনোজ্ঞ এই সংগীত সন্ধ্যা।