Home সারাদেশ মেহেন্দিগঞ্জে জমিসহ আশ্রয়নের ঘর পাচ্ছে ১৭৩ ভূমিহীন পরিবার

মেহেন্দিগঞ্জে জমিসহ আশ্রয়নের ঘর পাচ্ছে ১৭৩ ভূমিহীন পরিবার

67

সঞ্জয় দেবনাথ, মেহেন্দিগঞ্জঃ মুজিবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলার কার্যক্রমের তথ্য উপাত্ত সাংবাদিকদের অবহিত করানোর জন্য এক সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। সোমবার বিকাল ৩ টায় মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্টিত এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফিং করেন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ তানভির আহম্মেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোজাহিদুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা শেখ আল-মামুন, সহকারি প্রকৌশলী রবিউল ইসলামসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। লিখিত বক্তব্যে ইউএনও জানান, সারা দেশের সাথে একযোগে আগামী ২২ মার্চ স্থায়ী ঠিকানা পাচ্ছেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গৃহহীনরা। মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে মেহেন্দিগঞ্জে ১৭৩টি গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।গৃহহীনদের ঘর দেয়ার বঙ্গবন্ধুর ইচ্ছা পূরণ করছে আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মেহেন্দিগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ৪২৫টি পরিবারকে ৭০০ বর্গফুটের বাড়ি দেয়া হচ্ছে। মুজিবর্ষের আয়োজন সার্থক করতে নেয়া হয়েছে এই উদ্যোগ।প্রকৃত গৃহহীনরাই যাতে এই ঘরে ঠাঁই পান সে লক্ষ্যে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যাচাই-বাছাই করা হয়েছে কয়েক ধাপে। প্রকল্পটি সরাসরি তদারক ও বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। তিনি আরো জানায়, ২০২০ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করেছিলেন, মুজিববর্ষে দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। সরকার সব ভূমিহীন এবং গৃহহীন মানুষকে ঘর তৈরি করে দেবে। প্রতি জেলার জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ে প্রকল্পের অগ্রগতি তদারকি করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী জানান, উপজেলাব্যাপী এ পর্যন্ত মোট ৪২৫টি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। বর্তমানে আরো ১৫০টি পরিবারকে ঘর দেওয়ার লক্ষ্যে নির্মান কাজ চলমান আছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারি জায়গায় এই ঘর করা হয়েছে। আশ্রয়ন -২ প্রকল্পের অধীন ‘‘ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ (দুই কক্ষ বিশিষ্ট সেমি পাঁকা) ঘর নির্মাণ’’ প্রকল্পের কবুলিয়ত ও দলিল, নামজারী খতিয়ান, সনদপত্র ও একটাকা মূল্যের ডিসিআর সহ আগামী ২২ মার্চ (বুধবার) সারা দেশের সাথে একযোগে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে ৭৫টি এবং লতা ইউনিয়নে ৯৮টি, মোট ১৭৩টি পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হবে। পর্যায়ক্রমে অন্যান্যদের মাঝেও ঘর হস্তান্তর করা হবে। ৩য় পর্যায়ে পুনর্বাসিত ১৭৩ টি পরিবারের অনুকুলে বরাদ্দকৃত সরকারি খাস জমির পরিমান ৩.৪৬ একর। ৩য় পর্যায়ে প্রতিটি ঘরের অনুকুলে দুই লক্ষ উনষাট হাজার টাকা বরাদ্দ ছিলো। ঘরগুলোতে প্রয়োজনীয় পানি ও বিদ্যুতের সুযোগ- সুবিধা সমুহ উপজেলা প্রশাসন কর্তৃক নিশ্চিত করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে তিনি জানান।